মা
ম্যাক্সিম গোর্কি
"কমিউনিস্টদের আমি ঘৃণা করি। কিন্তু মাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাসটি বার বার না পড়ে থাকতে পারি না।"
উক্তিটি ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসকে লক্ষ্য করে বলা। বলা হয় উপন্যাসটি যেন আমূল বদলে দেয় সমাজকেন্দ্রিক উপন্যাসের গতিপথ।
রাশিয়ার তৎকালীন সময়ে সাধারণ শ্রমিক সমাজের উপর জারদের নির্যাতন তথা অবহেলিত ও শোষিত সমাজের প্রতি প্রভাবশালীদের সৃষ্ট কৃত্রিম বৈষম্যের এক অসাধারণ চিত্রায়ণ এই বই। লেখক যুবক বয়সে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়ে ঘুরে দেখেন পুরো দেশকে, তার এই ঘুরে দেখা, বুঝে শেখা সরেজমিন জীবনাভিজ্ঞতার ফসল এই বইটি।
কেন্দ্রীয় চরিত্রে “পেলাগেয়া নিলভনা” যার পুত্র "পাভেল মিখাইলভিচ"। মায়ের বিবাহিত জীবনের নির্যাতনচিত্র দিয়েই বইয়ের সূচনা। শিল্প এলাকার এক শ্রমিক পরিবারে অল্পবয়সে বিয়ে হয়ে সংসার শুরু করেন নিলভনা, যেখানে জীবনও ছিল কারখানা মেশিনগুলোর মতই। সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত অবধি সাধারণ মানুষদের জীবন বাঁধা ছিল এক গণ্ডির মধ্যে, যে গণ্ডি থেকে বেরুতে পারতো না আবালবৃদ্ধাবণিতা। সারাদিন কাজ শেষে পুরুষতান্ত্রিক সমাজের মাদকাসক্ত পুরুষ শ্রমিকরা সন্তুষ্ট ছিলনা তাদের পারিশ্রমিকের উপর, কর্মপরিবেশের উপর। যার প্রভাব পড়তো অবলা নারীসমাজের উপর নির্যাতন হয়ে। নিলভনার স্বামী অল্প বয়সের গত হয়, একমাত্র ছেলে পাভেলই হয় সংসারের ধারক। স্বাভাবিক জীবনের বাইরে এসে পাভেল যোগ দেয় শাসকশ্রেণির বিরুদ্ধে এক ন্যায়সঙ্গত আন্দোলনে।
বই, পত্রিকা যেকোনো আদর্শিক আন্দোলনের মূল চালিকাশক্তি। পাভেল তার বন্ধুদের নিয়ে মায়ের সহযোগিতায় বাড়িতেই গড়ে তোলে লাইব্রেরি, একপর্যায়ে এই বাড়িই হয়ে উঠে সমাজতান্ত্রিক আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। লেখক দেখিয়েছেন একটা আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পথে বিপ্লবীদের ত্যাগের নমুনা।ধনী-দরিদ্রের বৈষম্য প্রকাশে লেখকের প্রকাশভঙ্গি মুগ্ধ করে এভাবে- “শহরের গির্জায় গির্জায় কী অঢেল ঐশ্বর্য! সোনা রুপো দু’হাতে ছড়ান- তার এক কণারও দরকার নেই ভগবানের, অথচ সেই গীর্জারই দরজায় অর্ধ-উলঙ্গ ভীখারীর দল অবহেলায় ছুড়ে-দেওয়া একটা ছোট্ট তামার পয়সার জন্য শীতে কাঁপতে কাঁপতে হাত পেতে দাঁড়িয়ে থাকে”।
মে দিবসে পাভেলের সাহসিকতা, গ্রামাঞ্চলে বিপ্লবীদের আদর্শের প্রসার, জেল থেকে আন্দোলনকে বেগবান করার পরিকল্পনা,জেল পালানোর ঘটনা, সর্বোপরি আদর্শ মা হিসেবে নিলভনা’র সত্যপন্থী আন্দোলনের দিকে ধাবিত হওয়ার এক অনন্য সাধারণ বিবরণ এই কালজয়ী উপন্যাস।

